তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ অক্স্যফ্যাম ইন বাংলাদেশের এর অর্থায়নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) আয়োজনে রিকল ২০২১ প্রকল্প।কারিগরি সহযোগিতায় বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর।
মঙ্গলবার (৩ ই মার্চ) উপজেলা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অফিসের সামনে প্রকল্পের ট্রেইনিং এ্যাসিস্টেন্ট মুখসেদুর আলমের সঞ্চালনায় ও প্রকল্পের সমন্বয়কারী তোফায়েল হোসেন মিয়ার সভাপতিত্বে যুবগোষ্ঠিদের কারিগরি প্রশিক্ষন উদ্বোধন করন সভা অনুষ্টিত হয়েছে।
সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া,এসময় তিনি যুবগোষ্ঠিদের জীবন মান-উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন,তারা কারিগরি প্রশিক্ষন করে যেন আমাদের সমাজে থেকে শুরু করে জাতীয় ভাবে উন্নয়নের বিপ্লব ঘটাতে পারে এবং দেশের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
যুবগোষ্ঠিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন,প্রকল্পের সমন্বয়কারী তোফায়েল হোসেন মিয়া।যুব গোষ্ঠিদের সর্বপ্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন মানুষের ইচ্ছা শক্তি থাকলে সব ধরনের কাজ করা সম্ভব।জীবনের মান উন্নয়নে শিক্ষার কোন সময়-সীমা নেই।পরে যুব গোষ্ঠিদের সামনে কয়েকটি কারিগরি প্রশিক্ষনের নাম উল্লেখ করেন তিনি।ট্রেইলারিং কাজ,বিউটি পার্লারিং,মোবাইল সার্ভিসিং ইত্যাদি প্রশিক্ষন। এসময় উপস্থিত ছিলেন,প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিনা আক্তার,অর বিন্ধু দাশ,ভলেন্টিয়ার সদস্য হালিমা আক্তার প্রমুখ।