রাণীনগরে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন পরিবার

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকাসক্ত ছেলে সুমন (২৪)কে প্রশাসনের হাতে তুলে দিলেন তার পরিবার। উপজেলার সিলমাদার গ্রামের জামসের আলীর ছেলে সুমন দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। সে মাদকাসক্ত হয়ে দীর্ঘদিন যাবত নিজের স্ত্রী ও বাবা-মার উপর নানা অত্যাচার করে আসছে।

এমনকি তার বাবা-মাকে বাড়িতে প্রবেশ করতে দেয় না। এছাড়াও মাদক কেনার অর্থের জন্য তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করে আসছে। তার এসব কর্মকান্ড থেকে রক্ষা পাওয়ার জন্য তার স্ত্রী ও বাবা-মা মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে সুমনকে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন সুমনকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।