রাণীনগরে বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত কয়েকটি গ্রাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক : নওগাঁর রাণীনগরে ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। প্লাবিত হয়ে নষ্ট হওয়ার পথে আউশ ও আমন ধানের বীজতলা। এছাড়াও, প্লাবিত হয়েছে বেশ কিছু সবজির ক্ষেত। মঙ্গলবার বাঁধটি ভেঙ্গে পানি প্রবেশ করছে। গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান বলেন, ‘আশির দশকে স্থানীয়রা চলাচলের জন্য ছোট যমুনা নদীর তীরের পাশ দিয়ে নির্মাণ করেন নান্দাইবাড়ি-কৃষ্ণপুর গ্রামীণ রাস্তাটি। কালের আর্বতে নদীর ভাঙ্গণে সেই রাস্তাটি ভাঙ্গতে ভাঙ্গতে নদীর বেড়িবাঁধে পরিণত হয়। কিন্তু বছরের পর বছর রাস্তা নামক সেই বেড়িবাঁধটিকে সংস্কার কিংবা মেরামত না করায় তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়। তাই বর্ষা মৌসুমে ছোট যমুনা নদীতে পানি এলেই নির্ঘুম রাত কাটাতে হয় দুই উপজেলার শতাধিক গ্রামের মানুষকে।’ তিনি বলেন, ‘গত বছরও এই বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে ভেঙ্গে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। পানিতে ভেসে যায় শতাধিক পুকুরের মাছ, নষ্ট হয় রাস্তা-ঘাট ও সবজির ক্ষেত। তারই ধারাবাহিকতায় এ বছরও বাঁধ ভেঙ্গে বন্যার পানিতে ভাসছে মানুষ।’ ইউপি চেয়ারম্যান বলেন, ‘প্রতি বছরই বাঁধ ভাঙ্গার পর পরিদর্শন করতে এসে সরকারের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা বস্তা ভরা আশ্বাস দিয়ে যায় আর নদীতে পানি বৃদ্ধি পেলেই ভেঙ্গে যায় বাঁধটি। বছরের পর বছর পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরে বাঁধটির সংস্কার কাজের জন্য ধর্ণা দিয়েও আজ পর্যন্ত কোন ফল হয়নি। চলতি বছর বাঁধের ঝুঁকিপূর্ণ ১৫০ ফুট অংশ মেরামত করার জন্য অর্থ এলেও নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে জোড়াতালি দেওয়া ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতে না পারায় আবার বাঁধ ভেঙ্গে পানিতে ভাসছে নান্দাইবাড়ি, কৃষ্ণপুর, মালঞ্চিসহ কয়েকটি গ্রাম। জানি না এই বেড়িবাঁধের ভাগ্যে কি আছে? ভাগ্যে কি আছে এই অঞ্চলের মানুষদের।’ তিনি বলেন, ‘বর্তমানে এই বেড়িবাঁধটি রাণীনগর ও আত্রাই উপজেলার শতাধিক গ্রামের মানুষদের গলার কাটায় পরিণত হয়েছে। কবে সরকারের নেক নজর বাঁধটির ওপর পড়বে আর স্থায়ী ভাবে মেরামত করা হবে এই অভিভাবকহীন নান্দাইবাড়ি-কৃষ্ণপুর বেড়িবাঁধটি, সে দিনের অপেক্ষায় হাজার হাজার মানুষ। উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, ‘যে দপ্তরের বাঁধ তার কোন চিন্তা নেই। আর যত দুঃশ্চিন্তা ও পেরেশানি আমাদের। বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করলেই অপূরণীয় ক্ষতি হয় কৃষি বিভাগের। দিন-রাত বন্যাকবলিত এলাকায় পরিশ্রম করতে হয় কৃষি বিভাগের লোকদের। কিন্তু যদি একবার স্থায়ী ভাবে এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি সংস্কার কিংবা মেরামত করা হয় তাহলে এই অঞ্চলের মানুষদের দুঃখ যেমন চিরবিদায় নেয়, তেমনি ভাবে ক্ষতির হাত থেকে রক্ষা পায় কৃষক, মৎস্য চাষীসহ হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই নদীর পানি নেমে যাওয়ায় উপজেলার কিছু নিম্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নতুন করে বেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় কিছুটা ক্ষতি হতে পারে ধানের বীজতলা আর কিছু সবজির ক্ষেত। এছাড়া কৃষিতে তেমন কোন ক্ষতি হবে না। কারণ মাঠে বর্তমান সময়ে উল্লেখ্যযোগ্য কোন ফসল নেই। তারপরও আমরা নতুন করে উচু জমিতে বীজতলা স্থাপন করছি। তাই বন্যার পানি স্থায়ী হলেও আউশ কিংবা আমন ধানের চারার কোন সংকট পড়বে না।’ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, ‘বন্যার পানি প্রবেশ করে যেসব পুকুর ভেসে গেছে তাদের একটি খসড়া তালিকা তৈরি করবো। আর বন্যা শেষে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের চূড়ান্ত তালিকা করে উপর মহলে পাঠাবো। যদি কোন সরকারি অনুদান আসে তাহলে তা ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে বিতরণ করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ‘এই বেড়িবাঁধটির সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে একাধিক বার লিখিত ভাবে জানিয়েছি। কিন্তু তাদের অবহেলার কারণে প্রতি বছরই নদীতে পানি বৃদ্ধি পেলেই বাঁধটি ভেঙ্গে প্লাবিত হচ্ছে দুই উপজেলার শতাধিক গ্রাম। আর ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। তবে ইতিমধ্যেই এবার ভেঙ্গে যাওয়া অংশটিকে মেরামত করে পানি প্রবেশ বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ Share this:FacebookX Related posts: রাণীনগরে সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ: চরম দুর্ভোগে পথচারী রাণীনগরে শিক্ষার্থীদের সামনেই শিক্ষিকাকে থাপ্পর মারল দপ্তরী! থানায় মামলা রাণীনগরে মন্ডল মেডিকেল এ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন রাণীনগরে ১ম জাতীয় বীমা দিবস পালিত রাণীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন নওগাঁর রাণীনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন রাণীনগরে করোনা ভাইরাস সর্তকতায় যুবলীগের সচেতনতামূলক লিফলেট বিতরণ রাণীনগরে করোনা সন্দেহে চিকিৎসার অভাবে মারা গেলেন যুবক রাণীনগরে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আত্রাইয়ে বেড়িবাঁধ ভেঙ্গে নিন্মাঞ্চল প্লাবিত পানি বন্দি কয়েক হাজার মানুষ রাণীনগরে ১৭৩ বস্তা ভিজিডির চাল উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: প্লাবিত কয়েকটি গ্রামবেড়িবাঁধ ভেঙ্গেরাণীনগরে