রাণীনগরে মন্ডল মেডিকেল এ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

নাজমুল হক নাহিদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মান সম্মত স্বাস্থ্য সেবা ও চিকিৎসা প্রদানের লক্ষ্যে মন্ডল মেডিকেল এ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্থানে এই সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির রাণীনগর শাখার সভাপতি ডা: আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, নির্বাহী কর্মকর্তা আল মামুন, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক,স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, মন্ডল মেডিকেল এ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালক ডা: রোস্তম আলী মন্ডল প্রমুখ। উদ্বোধন উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি চিকিৎসা প্রদান করেন ডা: হাসিবুল ইসলাম।