রাণীনগরে সাবান ও লিফলেট বিতরন

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে সাবান বিতরন করা হয়েছে। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা হলো এই মরনঘাতক ভাইরাস প্রতিরোধের একমাত্র প্রধান উপায়।

আর তাই ৭নং ওয়ার্ডবাসীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলামের নিজ উদ্দ্যোগে সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। রবিবার ৭নং ওয়ার্ডের (সিম্বা-সিংড়াডাঙ্গা) গ্রামের বিভিন্ন পাড়ায় প্রায় ৩শতাধিক মানুষের মাঝে হাত ধোয়ার সাবান ও লিফলেট বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, যুবলীগ নেতা তুষার বুলবুল প্রমুখ।

সাইদুল ইসলাম বলেন বর্তমানে এই নোভেল করোনা ভাইরাস চীন, ইতালীসহ বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারন করেছে। সম্প্রতি বাংলাদেশেও এই ভাইরাসে কিছু লোক আক্রান্ত হয়েছে। তাই এই ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেই বিষয়গুলো পালন করতে হবে।

তবেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই আমার ওয়ার্ডের সাধারন মানুষদের মাঝে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও পরিস্কার পরিচ্ছন্ন রাখা এই কর্মসূচির মূললক্ষ্য। শুধু সরকার নয় আমাদেরও এই সমাজের মানুষের জন্য অনেক কিছু করার আছে। সেই প্রত্যয় থেকেই এই কর্মসূচি হাতে নিয়েছি। আগামীতে এমন কর্মসূচি অব্যহত থাকবে।