রাণীনগরে শিক্ষার্থীদের সামনেই শিক্ষিকাকে থাপ্পর মারল দপ্তরী! থানায় মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনেই সহকারী শিক্ষিকাকে চর-থাপ্পর মেরেছে স্কুলের দপ্তরী দেলোয়ার হোসেন। মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে ওই স্কুলে এ ঘটনাটি ঘটে। এঘটনায় নির্যাতিতা শিক্ষিকা স্থানীয় শিক্ষা অফিসে লিখিত অভিযোগ ও মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। নির্যাতিতা শিক্ষিকা ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা যায়,উপজেলার কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী দেলোয়ার কাজী ওরফে রতন বিদ্যালয়ের মেইন গেটের চাবি স্কুল সংলগ্ন এক দোকানদারকে দিয়ে বাড়িতে যায়। এর পর সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসলে দোকান থেকে জিনিসপত্র যে সকল শিক্ষার্থীরা খায়না তাদেরকে বিদ্যালয়ের ভিতরে ঢুকতে দেয়া হয়না। মঙ্গলবার দুপুরে কয়েকজন অবিভাবকরা শিক্ষকদের কাছে এমন অভিযোগ করলে শিক্ষিকার সঙ্গে দপ্তরীর কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে বিষয়টি প্রধান শিক্ষক আবুল হোসেন সমাধানও করে দেন। এর পর বিকেল তিনটা নাগাদ ওই শিক্ষিকা ক্লাস নেয়ার জন্য রুম থেকে বের হলে দপ্তরী দেলোয়ার কাজী বিদ্যালয়ের বারান্দায় এসে পথ রোধ করে চরাও হয় এবং চর থাপ্পর মারে। এঘটনার ন্যায় বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন,সভাপতি আমজাদ হোসেন এবং নির্যাতিতা শিক্ষিকা পৃথক পৃথক ভাবে রাণীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান জানিয়েছেন। এছাড়া নির্যাতিতা ওই সহকারী শিক্ষিকা বাদী হয়ে মঙ্গলবার রাতে দপ্তরী দেলোয়ার কাজীর বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, নির্যাতিতা শিক্ষিকা বাদী হয়ে দপ্তরী দেলোয়ার কাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: রাণীনগরে সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ: চরম দুর্ভোগে পথচারী রাণীনগরে বাড়ির ছাদে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে ঘৃতকুমারী রাণীনগরে মন্ডল মেডিকেল এ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন রাণীনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন নওগাঁর রাণীনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন রাণীনগরে করোনা সন্দেহে চিকিৎসার অভাবে মারা গেলেন যুবক রাণীনগরে সাবান ও লিফলেট বিতরন রাণীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু রাণীনগরে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা রাণীনগরে বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত কয়েকটি গ্রাম রাণীনগরে ১৭৩ বস্তা ভিজিডির চাল উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: থানায় মামলাদপ্তরী!রাণীনগরেশিক্ষার্থীদের সামনেইশিক্ষিকাকে থাপ্পর