নানা আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নাজমুল হক নাহিদ,নওগাঁ প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই শ্লোগানে ও “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্যদিয়ে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

দিবস উপলক্ষ্যে রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী, তথ্যআপা জেবুন নেছা প্রমুখ।

উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাব, নারী সংগঠনের নেত্রী ও বিভিন্ন শ্রেণির শতাধিক মহিলারাও উপস্থিত ছিলেন।