পটিয়ার বড়লিয়া বিধবা মহিলার জায়গা জবর দখল পায়তারার অভিযোগ

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মদন গাজীর নতুন বাড়িতে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার সময় বিধবা মহিলা কুলছুমা খাতুনের দীর্ঘদিনের ভোগ দখলীয় জায়গা প্রতিপক্ষরা পেশিশক্তির জোরে জবর দখলের পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মৃত নুরুল আলমের স্ত্রী বাধী হয়ে একই ওয়ার্ডে মোঃ জাবেদ,মোঃ জসিম, খোকন নাথ,তপন নাথ,জয়নাল আবেদীন মনু সহ অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুএে জানাযায়,বিধবা কুলছুমা খাতুন দীর্ঘদিন যাবত উক্ত জায়গা ভোগ দখলে থেকে বসবাস করে আসছিলেন। এর আগেও প্রতিপক্ষরা উক্ত জায়গা দখল পায়তারা চালাইলে স্থানীয় ভাবে বেশ কয়েকবার সালিশ বিচার হয়। কিন্তু প্রতিপক্ষরা তা না মেনে গায়ের জোরে নিরীহ বিধবা মহিলার জায়গা জবর দখলের কু-মানসে ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধায় বেআইনি জনতা গঠন করে হাতে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জায়গায় অনধিকার প্রবেশ করে গাছের বল্লি স্থাপন করে জবর দখলের পায়তারা চালায়।

এতে বিধবা কুলছুমা খাতুন বাঁধা দিলে তাকে হত্যার হুমকি মিথ্যা মামলা জড়িয়ে হয়রানি করার হুমকি দেয় বলে অভিযোগ সুএে প্রকাশ।সে এ ব্যাপারে পটিয়ার এমপি ও থানা পুলিশ প্রশাসনের তদন্ত সাপেক্ষে ব্যাবস্তা নেওয়ার মানবিক দাবি জানান।