পটিয়া-চন্দনাইশ-রামু বনবিভাগের অভিযান ৫লাখ টাকার কাঠ জব্দ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০ পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ- চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত দেড়টার চন্দনাইশ উপজেলার কসাই পাডা এলাকা থেকে ইট ভাটায় পাচারে সময় আনুমানিক এক লাখ টাকার জ্বালানি কাঠ আটক ও একটি গাছ ভর্তি পিকাপ জব্দ করেছে। অপরদিকে ১১ মার্চ বুধবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ্ চৌধুরীর নির্দেশে পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম পটিয়ার চক্রশালা এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ২ লাখ টাকার পাহাড়ি কাঠ জব্দ করেন এবং পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার রৌশনহাট এলাকার মাচম নামে এক ব্যাক্তিট অবৈধ একটি করাত কল বন্ধ করে দেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, বন বিভাগের কর্মচারী রফিকুল ইসলাম, আমির খসরু, মো. ইকতিয়ার উদ্দীন, নুরুল আলম, হেডম্যান মো. মহিউদ্দিন, মো. মাহবুব ও মো. শাহজাহান। করাত কল থেকে বিভিন্ন প্রজাতির ৫০ ফুট গাছ ও চক্রশালায় ৩শ ফুট পাহাড়ি গাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা মতন হবে জানান,পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান। এদিকে কক্সবাজার উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক ও বাকঁখালী রেঞ্জের কর্মকর্তা একেএম আতা এলাহির নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে রামু উপজেলা সদরে নিকটবর্তী এলাকায় শুক্রবার ভোররাত বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ টাকার কাঠ জব্দ করেছে। বাকঁখালী রেঞ্জ কর্মকর্তা একে এম আতা এলাহী ও শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, বিভিন্ন এলাকা ও করাতকলে অভিয়ান চালিয়ে অবৈধ আনুষ্ঠানিক ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করা হয়েছে। Share this:FacebookX Related posts: পটিয়ায় দক্ষিণ জেলা জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত পটিয়া মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পটিয়ায় জেএসসিতে আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে পটিয়ার কুসুমপুরা ইউপি সদস্য নুরুল আলমকে কুপিয়ে জখম পটিয়ায় শ্রমিকনেতা শহিদুল ইসলাম সেকু নিখোঁজ পটিয়ায় বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন পটিয়ায় শ্রমিক নেতা সেকু ৭ ধরে নিখোজ : উদ্ধার দাবিতে সংবাদ সন্মেলন পটিয়ায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিটি গঠন পটিয়ায় ৩৪ বছর পর মাওলানা মাবুদের মাদ্রাসা এম.পি.ও হল পটিয়া আলম প্লাজা ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আজগর,সম্পাদক নুরুল পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে যুবক খুন পটিয়া আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ সিদ্দিকীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ৫লাখ টাকাকাঠ জব্দচন্দনাইশপটিয়ারামু বনবিভাগের অভিযান