‘কেউ ধর্ষক, কেউ দর্শক, মানুষ দেখি না কাউকে’

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে তারা ‘আর কত নারী ধর্ষিত হলে আমাদের বিবেক জাগবে’, ‘কেউ ধর্ষক, কেউ দর্শক, মানুষ দেখি না কাউকে’, আমাদের বোন ধর্ষিত কেন’-সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঢাকার এমন নিরাপত্তাবহুল এলাকায় এ ধরনের ঘটনার ধিক্কার জানাই। আমরা অবিলম্বে এ ঘটনার বিচার চাই। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিতে হবে। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।