রাণীনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ০১ মিনিটে রাণীনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, রাণীনগর উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, রাণীনগর উপজেলা প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে “প্রভাত ফেরি” এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন এর সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি মো: ইসরাফিল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুসহ আরো অনেকেই।