গৌরীপুরে গাছে গাছে আমের মুকুল, ছড়িয়ে পড়ছে সৌরভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ কমল সরকার, গৌরীপুর : শীতের ভরা মৌসুমে এখন চলছে মাঘ মাস পেরিয়ে ফাল্গুন মাস। অথচ এরই মধ্যে আম গাছে আসতে শুরু করেছে আগাম আমের মুকুল। তাই কোথাও কোথাও বাতাসে বইছে মৌ মৌ সুবাস ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় দেখা গেছে, বেশ কিছু আম গাছে উঁকি দিচ্ছে মুকুল ও গুটি আম। সোনারাঙা সেই মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাস কয়েক দিনের মধ্যেই দেশের প্রতিটি জাতের আম গাছগুলোতে পুরোদমে আসতে শুরু করবে আমের মুকুল। আর সে জন্য আগেই বাগান চাষীরা তাদের বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন গৌরীপুর উপজেলার আম গাছের মালিকও আম বাগান মালিকরা জানান,পৌষের শেষের দিকে গাছে মুকুল দেখে তারা বুঝছেন আমের মৌসুম এসে গেছে তাই মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে। তাইতো জোরেশোরে শুরু করেছেন বাগানের পরিচর্যার কাজ। নাওয়া খাওয়া বাদ দিয়ে এক প্রকার ব্যস্ত সময় পার করছেন তারা।আগাম মুকুল দেখে আম চাষিরা অনেকে খুশি। এখন আম চাষী গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ের জৈন উদ্দিন আমার সংবাদকে বলেন, আমি আম গাছের প্রাথমিক পর্যায়ের পরিচর্যা শুরু করে দিয়েছি মুকুলের মাথাগুলোকে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য ওষুধ স্প্রে করা হচ্ছে। প্রায় গাছেই আমের মুকুল আসা শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করছেন এবার আমের ফলন ভালো হবে। গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিলুফার ইয়াসমিন জলি সাংবাদিকদের বলেন, প্রতি বছরই কিছু আম গাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে। তার জন্য প্রয়োজন নিজেদের অনেক সচেতনতা এবং পর্যাপ্ত পরিচর্যা।। Share this:FacebookX Related posts: ৯৯৯ এর সফলতা-মাদ্রাসা ছাত্রী উদ্ধার: হালুয়াঘাটে ১০ অপহরণকারী আটক হালুয়াঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন; কান্না থামছে না স্বজনদের হালুয়াঘাটে বিষপানে ৪ সন্তানের জননীর আত্মহত্যা হালুয়াঘাট সার্কেলে সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানের যোগদান গৌরীপুরে ব্রিজ পরিদর্শনে এলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী গৌরীপুরে ৯৯৯ এ ফোন করে নিজেই গ্রেফতার হলো কথিত জ্বিনের বাদশাহ ভালুকায় বাস ট্রাক সংঘর্ষে বাসের হেলপার নিহত,আহত-১৫ ভালুকায় কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক-১ গৌরীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হালুয়াঘাটে উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা তারাকান্দার রামচন্দ্রপুরে শিশু সানজিদা আক্তার হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: