গৌরীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ইউএনও’র কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি মোঃ নাজিম উদ্দিন,উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাসিমা পারভীন পাপড়ী,সাপ্তাহিক গৌরীপুর বার্তার প্রকাশক ম. নুরুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক ওস্তাদ আব্দুল হাই, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সভায় বিস্তারিত কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।