গৌরীপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ পাবলিক হলে এ প্রস্তুতি সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মফিজুন নূর খোকা,

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মুহম্মদ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়, উপজেলা স্কাউটস’র সম্পাদক আহাম্মদ হোসেন, সংগীত নিকেতনের পরিচালক ওস্তাদ এম এ হাই, সরকার শুদ্ধ বিদ্যায়তনের পরিচাল ওস্তাদ এ এ মালেক সরকার, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভপাতি ননী গোপাল দত্ত, সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল প্রমুখ।