মাদারীপুরে এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; মাদারীপুরে বৃহস্পতিবার দুপুরে এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সৌদি আরব প্রবাসী মো. মিজানুর রহমানের উদ্যোগে শুভসংঘ মাদারীপুর জেলার আয়োজনে শহরতলির মাদারীপুর আল-আমিন মুসলিম মিশন নামে একটি এতিমখানায় কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী ও শুভসংঘের উপদেষ্টা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সাইদুর রহমান ও সিরাজুল ইসলাম।

অন্যদের মধ্যে ছিলেন মিলন মুন্সি, ফারজানা আক্তার মুন্নি, সুইটি আক্তার প্রমুখ। সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান বলেন, এতিমখানার শিশুদের একটু আরামে ঘুমানোর জন্য এই কম্বলগুলো দেয়া হয়েছে।