মাদারীপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সভা-র‌্যালি

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষে মাদারীপুরে ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগে শনিবার দুপুরে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসলাম হোসেন ও মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সরোয়ার হোসেন হাওলাদার। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন স্বপ্নের সবুজ বাংলাদেশ এর আহবায়ক মো. সোহেল মাতুব্বর।

মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহযোগিতায় ছাত্রদের মাঝে সচেতনতামূলক মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন স্বপ্নের সবুজ বাংলাদেশের সদস্য সচিব মো. ইমরান মুন্সী, যুগ্ম আহবায়ক আবু তালেব ইসলাম, সিফাত ফকির, হৃদয় বেপারি, চায়ানা আক্তার, মামুন বেপারী, সাথি আক্তার, রিয়াজ মল্লিক, রহিমা আক্তার, আলো আক্তার, মুক্তা আক্তার প্রমুখ।

সবশেষে বিদ্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে একই স্থানে গিয়ে শেষ হয়।