হালুয়াঘাটে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
হালুয়াঘাটে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার(২৮ডিসেম্বর) সকালে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী উচ্চ বিদ্যালয় মাঠে সংঘ সাহায্যের এক অঙ্গিকার ও নবপুষ্প ফাউন্ডেশন এর আয়োজনে প্রায় ৫ শতাদিক অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, সংঘ সাহায্যের এক অঙ্গিকার এর সভাপতি সানি রহমান সাব্বির,সংঘ ব্লাড পয়েন্ট এর সভাপতি রিয়াজুল ইসলাম ইমরুল,নবপুষ্প ফাউন্ডেশন এর সভাপতি আরাফাত সানি,অত্র স্কুলের সিনিয়র শিক্ষক মোঃমুফাজ্জল হোসেন,মোঃ মিরাজ আলী প্রমুখ। এ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী অসহায় হতদরিদ্র ব্যক্তিরা উপস্তিত ছিলেন।