মাদারীপুরে প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে রবিবার দুপুরে প্রবাসী ভিআইপি ক্লাবের উদ্যোগে শুভসংঘের সহযোগিতায় মৈত্রি মিডিয়া সেন্টারে শারিরীক প্রতিবন্ধী শাহিনুর বেগমকে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে।

কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের আলীপুর খলিফা বাড়ির কাদের খলিফার মেয়ে শাহিনুরের দুই পায়ে সমস্যা থাকায় হাটতে পারে না। তাই প্রবাসী ভিআইপি ক্লাব থেকে শাহিনুরকে একটি হুইল চেয়ার তুলে দেন।

প্রবাসী ভিআইপি ক্লাবের পক্ষে মালয়েশিয়া প্রবাসী মাদারীপুরের ছেলে মিরাজ খান উপস্থিত থেকে হুইল চেয়ারটি শাহিনুরের হাতে তুলে দেন। এসময় সাংবাদিক মহিবুল আহসান লিমন কম্বল ও মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান যাতায়াতের জন্য অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে আরো ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, সঞ্জয় কর্মকার অভিজিৎ, মাসুদুর রহমান সরদার, এমদাদুল হক মিলন, এহসান আজগর, মহিবুল আহসান লিমন, সুইটি আক্তার প্রমুখ।