অসহায়-দুঃস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাওয়ে ৬ গ্রামের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মকিমপুর, মিরেরবাগ, কদমতলী, জামপুর, নাগেরকান্দি, বাইরেকান্দি গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করে ‘বিদ্যানন্দ’ নামের একটি সংগঠন।

জামপুরের শিল্পপতি ও সমাজ সেবক লায়ন আল মুজাহিদ মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে এ সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সেলিম হোসেন দিপু, গিয়াস উদ্দিন, আমির হোসেন, মোতালিব মিয়া, হান্নান, আলমগীর হোসেন, আবু সায়ীদ, মাসুম মিয়া, আবদুল গাফফার, রোকন, ইউসুফ, তারেক, আব্দুর রহমান, আলমগীর, শাহীন প্রমূখ নেতৃবৃন্দ।