পাবনায় প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
পাবনায় প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক : পাবনায় অসহায় নারী-পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গ (হিজড়া), হরিজন সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকার থেকে দুপুর পর্যন্ত বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় ও মিডিয়া সেন্টারের আয়োজনে শহরের আব্দুল হামিদ রোডস্থ হাজী আখতারুজ্জামান বিল্ডিংয়ে মিডিয়া সেন্টারের কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ এই কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকে ফাউন্ডেশনের ব্যবস্থাপক ও দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবু সায়েম প্রামানিক, প্রতিবন্ধীদের সংগঠন প্রতীকের নির্বাহী পরিচালক এসএম সাইফুর রহমান, যুব মহিলালীগের পাবনা জেলা শাখার সভাপতি অতিরিক্ত জিপি অ্যাডভোকেট আরেফা খানম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাউছার আহমেদ, পৌর যুব মহিলালীগের সাদিয়া আফরিন কথা, যুব মহিলালীগ নেত্রী বর্ষা চৌধুরী, শাহিনা রহমান ইলা, থার্ড জেন্ডার ডেভেলপমেন্ট অর্ডানাইজেশনের সভাপতি মিতুল ও সাধারণ সম্পাদক শহিদুল সুমি।

অনুষ্ঠান সঞ্চালন করেন উন্নয়নকর্মি সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী। এর আগে পাবনার আমিনপুর, ঢালারচর, মাসুমদিয়া, রূপপুর ইউনিয়নের ৪ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ফাউন্ডেশনের উদ্যোগে। বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হন বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ বাতেন খাঁন। উল্লেখ্য, বিকে ফাউন্ডেশন গরীব ছাত্রদের শিক্ষা, স্বাস্থ্য ক্যাম্প, বিনামুল্যে চক্ষু অপারেশন, বৃক্ষ রোপণসহ অসহায় মানুষের কল্যানে দীর্ঘদিন ধরে কাজ করছে।