জেলের নৌকায় বজ্রপাতে একজন নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ২, ২০২০ অনলাইন ডেস্ক : ভোলার মনপুরায় জেলে নৌকায় বজ্রপাত পড়ে তাৎক্ষণিক এক জেলে নিহত হয়, অপর একজেলে গুরুত্বর আহত হয়। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত ডাঃ শিপন চন্দ্র পাল এই তথ্য নিশ্চিত করেন। বজ্রপাতে নিহত ও আহত জেলেরা হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আমজাদের ছোট ছেলে মোঃ মামুন (১৫) ও আহত বড় ছেলে মোঃ বেচু (২০)। তারা দুইজন আপন ভাই। মঙ্গলবার (২ জুন) দুপুর ২ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের পূর্বপাশে মেঘনায় ইলিশ শিকারের সময় জেলে নৌকায় এই ঘটনা ঘটে। পরে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস হাসপাতালে এসে বজ্রপাত পড়ে নিহত জেলে মোঃ মামুনের পরিবারকে জেলা প্রশাসনের অনুদানের ২০ হাজার টাকা তুলে দেন। পরিবার সূত্রে জানা যায়, বজ্রাপাতে নিহত জেলে মোঃ মামুন মনপুরা আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার দুপুরে ভাইকে সাথে নিয়ে ইলিশ শিকারে যান বড় ভাই বেচু। পরে দুপুর ২ টায় ইলিশ শিকারের সময় জাল পাতা অবস্থায় বজ্রপাত পড়ে চোট ভাই জেলে ও স্কুল ছাত্র মোঃ মামুন নিহত হয়। অপরদিকে বড় ভাই মোঃ বেচু আহত হয়। মনপুরার সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ শিপন চন্দ্র পাল জানান, বজ্রপাতে একজেলে মোঃ মামুন মারা গেছে, অপর জেলে গুরুত্বর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, নিহত জেলে পরিবারের স্বজনদের কাছে জেলা প্রশাসনের অনুদানের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: ঝালকাঠির শীতলপাটি সমবায় সমিতির সদস্যদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময় নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ কর্মগুণে পুরস্কার পেলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ মাছ ধরার সময় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু বরিশালে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ যাত্রী নিহত মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কাউখালীতে ৩২০ কেজি জাটকা জব্দ কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত সুন্দরবনে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ আটক ৪ SHARES Matched Content দেশের খবর বিষয়: একজন নিহতজেলের নৌকায়বজ্রপাতে