গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার হলরুমে ৩ দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। মেলা চলবে আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত।

মেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১১টি স্টল বসেছে। সেখানে শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোর্শেদ ও কৃষি কর্মকর্তা মো সেকেন্দার শেখ।

এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মদ, সমাজ সেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন মিয়াসহ শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। জেলার অন্য উপজেলাগুলোতেও অনুরুপ কর্মসূচি শুরু হয়েছে।