শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চান উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চান উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতীয় সরকার ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন স্বদেশে পাঠিয়ে দেয়া হয়। সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে ওঠে এসেছে এমন তথ্য। জরিপে প্রশ্ন করা হয়— বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী? জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ জানান, শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। তবে, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে শেখ হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ। অপরদিকে, পুরো ভারতের ২১ দশমিক ১ শতাংশ চান, শেখ হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক। এছাড়া, পুরো ভারতের আরও ২৯ শতাংশ মানুষ চান শেখ হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান তাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। অপরদিকে, উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। প্রসঙ্গত, প্রসঙ্গত, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতের রাজধানী দিল্লিতে যান তিনি। এরপর থেকে হাসিনা সেখানেই অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের পক্ষ থেকে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদীর বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিল ভারত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫, আক্রান্ত ২০,৪৩৮ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র জাপানে ৬ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প আগস্টেই সম্পন্ন হবে করোনার ভ্যাকসিন তৈরির কাজ : যুক্তরাজ্য আল-জাজিরায় সাক্ষাৎকার দেয়া বাংলাদেশির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করোনায় মারা গেলেন ১৮ লাখ ৭৫ হাজার ৪৬৭ জন সৌদির বিষয়ে বাইডেনের ঘোষণা সোমবার ২০৫০ সাল নাগাদ ৪ জনের একজন শ্রবণ সমস্যায় ভুগবে: ডব্লিউএইচও বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি শেখ হাসিনাকে অভিনন্দন জানাল ভারত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ফেরত পাঠাতে চান উত্তরপূর্বভারতের ৫৫ শতাংশ মানুষশেখ হাসিনাকে