ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় বাসিন্দারা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ অনলাইন ডেস্ক : সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। এ সময় বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। যা ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরতা ছিল। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দও শোনা যায়। এছাড়া গত ২৫ বছরে দিল্লিতে এই ধরণের কম্পন অনুভূত হয়নি বলেও জানিয়েছেন তারা। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর ভারত জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে , যার কেন্দ্রস্থল দিল্লি। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার। একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের কাছে। ওই অঞ্চলের কাছাকাছি একটি হ্রদ রয়েছে, সেখানে প্রতি ২/৩ বছরে একবার কম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এক্সে করা এক পোস্টে তিনি বলেছেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।’ Share this:FacebookX Related posts: ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪ জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত শতাধিক জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত শতাধিক ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ভূমিকম্পে কাঁপল চীন ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান-তাইওয়ান আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া করোনা থেকে তরুণদেরও রেহাই নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা হন্ডুরাসে কারাগারে দাঙ্গায় ৪১ নারী নিহত থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি আটক SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: কেঁপে উঠল দিল্লিবাড়ি ছেড়েভূমিকম্পেরাস্তায় বাসিন্দারা