করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ৭টি নমুনার উন্নয়ন করেছে রাশিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : রাশিয়ার ফেডারেল মেডিক্যাল বায়োলজিকাল এজেন্সি করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের সাতটি নমুনার উন্নয়ন করেছে। এজেন্সি’র প্রধান ভেরোনিকা স্কোভোর্টসোভা শুক্রবার এ কথা জানান। এজেন্সি প্রধান এই নারী রাশিয়ার টিভি চ্যানেল ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রোটিন গুচ্ছ থেকে সমন্বয় করে জেনেটিক উন্নয়ন ঘটিয়ে ভ্যাকসিনের সাতটি নমুনা তৈরি করা হয়েছে।এর সবগুলোর ভাইরাস প্রতিরোধী এন্টিজেন রয়েছে। তিনি বলেন, এই এন্টিজেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই সাতটি নমুনা থেকে একটি বেছে নেয়া হবে। এটি অনুমোদনের জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মাইক্রোবায়োলজি সেন্টারে পাঠানো হবে। এটির ব্যবহারের জন্য এই সংস্থার অনুমোদন লাগবে। ভেরোনিকা স্কোভোর্টসোভা বলেন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত ১১ মাস সময় লাগবে। Share this:FacebookX Related posts: ভারতের জন্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে রাশিয়া করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার গৌরীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পথসভা ও লিফলেট বিতরণ করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান সাফল্যের দ্বারপ্রান্তে বিজ্ঞান, আজ মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনাভাইরাসের টিকা ভ্যাকসিন নেয়া সেই নারীর মৃত্যু হয়নি, সুস্থ আছেন করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও যে ওষুধ প্রয়োগে অর্ধেক করোনা রোগী সুস্থ! অক্টোবরে মিলবে অক্সফোর্ডের ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের কাছে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তথ্য দিতে রাজি রাশিয়া রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের বিক্ষোভে উত্তাল রাশিয়া : মস্কো লকডাউনড SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনা ভাইরাসনমুনার উন্নয়ন করেছেপ্রতিরোধেভ্যাকসিনের ৭টিরাশিয়া