সিংড়ায় গ্রাম পুলিশের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

অনলাইন ডেস্ক : নাটোরের সিংড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব থাকা অবস্থায় দুর্বৃত্তদের হামলায় নিহত গ্রাম পুলিশ রঞ্জিত, হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সিংড়া উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রাম পুলিশ এসোসিয়েশনের সিংড়া সভাপতি দফাদার আমির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা গ্রাম পুলিশর সাধারণ সম্পাদক দফাদার বাবুল হোসেন, উপজেলা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক দফাদার আসকান আলী, কলম ইউপির দফাদার হবিবুর রহমান, ডাহিয়া ইউপি দফাদার বিরেন্দ্রনাথ প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য রঞ্জিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে দ‚বৃত্তদের হাতে নিহত হন।