জয়পুরহাটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ রোধসহ যৌতুকমুক্ত সমাজ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাটের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে স্থাপন করা হচ্ছে বিট পুলিশিং কার্যালয়। বুধবার এ উপলক্ষে জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকায় প্রথম বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান, উপ-পুলিশ পরিদর্শক (বিট অফিসার) জাকির আল আহসান, কাউন্সিলর ইকবাল হোসেন সাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন চুরি, ছিনতাই, মাদক দ্রব্যসহ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও কমিউনিটি পুলিশিং এর বিট অফিসের মাধ্যমে দাম্পত্য বিরোধ অফিস সামজিক বিবাদ নিষ্পত্তিতে পুলিশ ও কমউিনিটি পুলিশিং সদস্যরা এক যোগে কাজ করতে সক্ষম হবে। জেলায় মোট ৪৪টি বিট অফিস স্থাপন চুড়ান্ত করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। Share this:FacebookX Related posts: নওগাঁ ও জয়পুরহাটে ব্রাকের ৪৩২ জন অস্বচ্ছলদের মধ্যে অর্থ বিতরণ জয়পুরহাটে আরও ৪ জনের করোনা সনাক্ত জয়পুরহাটে শুরু হয়েছে ঈদের কেনাকাটা, মানছে না দূরত্ব জয়পুরহাটে আরও ৪ জন করোনা আক্রান্ত জয়পুরহাটে সুবিধাবঞ্চিত প্রবীণদের মাঝে ভাতা বিতরণ জয়পুরহাটে পাট বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে যুবদলের থানা ও পৌর আহবায়ক কমিটি ঘোষণা জয়পুরহাটে বিএসএফকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবির জয়পুরহাটে নতুন করে করোনা আক্রান্ত ৪৬ জন জয়পুরহাটে ছাত্রদল নেতা গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: জয়পুরহাটেবিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন