বগুড়ায় ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় ইফাদ গ্রুপের প্রায় ৪৫ লক্ষ টাকার মালামালসহ আন্তঃজেলা আন্তঃজেলা কাভার্ড ভ্যান ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উদ্ধারকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য- ইফাদের আতপ চাউল, মুড়ি, আটা, বিস্কুট, মাফিন কেক, নুডুলস, সরিষার তৈল, পানি এবং চিপস্ যাহার মূল্য পাঁচ লক্ষ টাকা এবং পণ্যবাহী ১টি কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-ট ২২-৭২৪৩) যাহার আনুমানিক মূল্য চল্লিশ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতরা যথাক্রমে- সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দির মৃত মুতরাজ আলী খানের পুত্র জাহাঙ্গীর আলম (৪০), ঢাকা জেলার ক্যান্টনমেন্ট এলাকার মৃত সানাউল্লাহ’র পুত্র সোলাইমান মিয়া (৪২), মাগুড়া জেলার শালিখা উপজেলার মধুখালির খাদেম আহম্মেদ বিশ্বাসের পুত্র শামিম আহম্মেদ (৩৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুরের জহুরুল ইসলামের পুত্র ইয়াছিন আলী (২৭), বরগুনা জেলার সদর উপজেলার বৈরেরচড়ের মৃত ওয়াজেত আলীর পুত্র দুলাল মিয়া ড্রাইভার (৪০) এবং নরসিংদী জেলার চন্দনপুর উপজেলার হারিসাংগানের মোঃ মাসুদুর রহমান খানের পুত্র মোঃ রাসেল খান সুজন (৪০)।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জাহাঙ্গীর আলম জানায়, গত ৪/৫ বছর পূর্বে কাভার্ড ভ্যান চালক দুলালের সহিত ঢাকা টঙ্গী রেলস্টেশন এলাকায় পরিচয় হয় এবং পাশাপাশি বসবাস করছিলেন। সেই সময় জাহাঙ্গীর ভিআইপি ২৭ নামক গাড়ীর ড্রাইভার ছিলেন। তখন থেকে তাহারা আন্তঃজেলা ডাকাত দল গঠন করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এলাকা হতে কাভার্ড ভ্যানসহ বিভিন্ন গাড়ী ডাকাতি করে লুন্ঠিত মালামাল বগুড়ায় আনে। একইভাবে উত্তরবঙ্গ হতে কাভার্ড ভ্যান ডাকাতি করে লুন্ঠিত মালামাল ঢাকা, চট্টগ্রাম, সিলেট এলাকায় নিয়ে যায়। জাহাঙ্গীর আরো জানান ডাকাত সদস্য সোলাইমান মিয়া তার বোন জামাই এবং ইয়াছিন আলী ভাগ্নি জামাই।

গত ২২ এপ্রিল ঢাকার আশুলিয়ার ইফাদ কোম্পানীর গোডাউন হতে ডাকাত সদস্য ড্রাইভার দুলাল এবং তার হেলপার রাশেদ মালামাল কাভার্ড ভ্যানে লোড করে সিলেটের উদ্দ্যেশে রওনা হয়। পথিমধ্যে ডাকাত সর্দার জাহাঙ্গীর এবং ড্রাইভার দুলাল পরস্পর যোগসাজোসে নরসিংদীর মনোহরদী হতে জাহাঙ্গীর এবং রাসেল খান সুজন রাত্রী ১১.৩০এ যাত্রী বেশে কাভার্ড ভ্যানে উঠে। তারা হেলপারকে বুঝতে না দিয়ে কাভার্ড ভ্যানসহ কিশোরগঞ্জ পৌঁছে হেলপার রাশেদকে সু-কৌশলে ম্যাঙ্গো জুসের মধ্যে মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট মিশিয়ে পান করালে হেলপার রাশেদ অচেতন হয়ে পড়ে। এরপর তারা কাভার্ড ভ্যান সিলেট না নিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতীতে নিয়ে যায়। ঢাকা-টাঙ্গাইল রোডের পাশে ঘুমন্ত হেলপার রাশেদকে ফেলে রেখে কাভার্ড ভ্যানটি বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় মালামাল বিক্রয়ের জন্য আনলোড করে ক্রেতার অপেক্ষায় থাকে।

সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শিবগঞ্জ হতে জনৈক মোঃ জমসের প্রাং (পিতা-মৃত আলকেস প্রাং, সাং- উত্তর শ্যামপুর)এর বাড়ি হতে লুন্ঠিত মালামাল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ এবং ইয়াছিন নামের একজন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের মূলহোতা জাহাঙ্গীর আলমসহ আন্তঃজেলা কাভার্ড ভ্যান ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী চান্দাইকোনা বাজার হইতে লুন্ঠিত কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ২২-৭২৪৩) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতগণ আরো জানায় যে, তারা বিভিন্ন সময় কাভার্ড ভ্যান লুন্ঠন করলেও অজ্ঞাত আসামী হিসেবে মামলা হওয়ায় তাহারা সনাক্ত/গ্রেফতার হয়নি।