কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার-১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. ইসমাইল হোসেন মিশন গ্রেপ্তার করে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল এবং কনস্টেবল হাসান। বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন ওরফে মিশন (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে। পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সদস্য মিশনকে গ্রেপ্তার করতে বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা এবং ডাকাত মিশন তার হাতে থাকা ধারালো দা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এতে ৩ পুলিশ আহত হয়। ওই সময় পাল্টা পুলিশ এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। অভিযানে আসামি মিশন গুলির স্প্রিন্টার পায়ে লেগে আহত হয়। পরে পুলিশ এবং গ্রেপ্তার আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে ডাকাতি, চাঁদাবাজি সহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ঘটনায় পুলিশের কাজে বাধা-প্রদান এবং কর্তব্যকালীন সময়ে পুলিশকে আঘাত করার কারণে একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে। ডাকাত মিশনকে গ্রেপ্তারের সংবাদ শুনে এলাকার সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করেছেন। Share this:FacebookX Related posts: তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ কোম্পানীগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ,থানায় মামলা কোম্পানীগঞ্জে বেসামাল চিৎকার চেঁচামেচির অপরাধে ১২ কিশোর গ্রেফতার চকরিয়ায় কালভার্ট দখল করে মাছ চাষের অভিযোগ পটিয়ায় ছুরিকাঘাতে খুুুনের ঘটনায় গ্রেফতার-২ বেগমগঞ্জে ইয়াবাসহ দু’জন আটক পটিয়ায় ইয়াবা উদ্ধার॥ গ্রেফতার-২ বসত বাড়িতে গাঁজার চাষ, আটক ১ চট্টগ্রামে চেয়ারম্যান আমজাদ হত্যা, ১০ জনের মৃত্যুদণ্ড টেকনাফে সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার! ধর্ষণের অভিযোগ স্বীকার করলেন হেফাজত নেতা জাকারিয়া অস্ত্রসহ ২ ভুয়া র্যাব সদস্য আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ৩ পুলিশ আহতকোম্পানীগঞ্জেগ্রেপ্তার ১ডাকাতদলের হামলায়