বরিশালে লরিচাপায় স্ত্রী নিহত, মা, স্বামী আহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩ অনলাইন ডেস্ক ; বরিশালের বাকেরগঞ্জের গোমা ফেরীঘাটে লরিচাপায় এক গৃহবধূ নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার গোমা ফেরিঘাটের দুধল প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেলেও পুলিশ লরিটি আটক করেছে। নিহত গৃহবধূর নাম কান্তা মনি (২৪)। আহত হয়েছে তার স্বামী বিধান মন্ডল (৩৫) এবং কান্তার মা মমতা (৫৫)। নিহত কান্তা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে ঢাকার মিরপুরের দারুসসালামে থাকতেন। পুজার ছুটিতে তারা স্বপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে বৃহস্পতিবার তারা ঢাকায় ফিরছিলেন। বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল হাই জানান, আহত বিধান মন্ডল তার স্ত্রী কান্তা ও শ্বাশুড়ি কি মমতাকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। বাকেরগঞ্জের দুধলের গোমা ফেরীঘাট থেকে দুপুর সোয়া ১টার দিকে তারা ফেরীতে উঠছিল। গ্যাংওয়ে অতিক্রমের সময় ফেরী থেকে একটি লরি (পিরোজপুর ই-৮১-০০০১) তীরে উঠছিলো।ওই লরিতে চাপা পড়ে মাথা চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই কান্তা নিহত হয় এবং তার স্বামী ও মায়ের পা ভেঙ্গে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কান্তার লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করেছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও লরিটি আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। Share this:FacebookX Related posts: বরিশালে হাত-পা বেঁধে মাটি চাঁপা দেয়া যুবক উদ্ধার বরিশালে গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা বরিশালে খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে ২৪ ঘন্টা ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস বরিশালে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত বরিশালে ৬১ পুলিশের করোনা জয় বরিশালে ভুয়া ডাক্তার-মাদক ব্যবসায়ীসহ আটক চার বরিশালে সাংবাদিক কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ বরিশালে বিষ প্রয়োগে খামারের ১১০টি হাঁস নিধন বরিশালে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ যাত্রী নিহত বরিশালে জেল হত্যা দিবস পালিত SHARES Matched Content দেশের খবর বিষয়: বরিশালেমালরিচাপায়স্ত্রী নিহতস্বামী আহত