বরিশালে জেল হত্যা দিবস পালিত

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

অনলাইন ডেস্ক : বরিশালে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার (০৩ নভেম্বর) সকাল ৯টায় নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড.কে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুচ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।