বরিশালে সাংবাদিক কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উদযাপণ উপলক্ষে সারাদেশে কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে বরিশাল বিভাগের পাঁচ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে।

শেবাচিম হাসপাতাল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঔষধি চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. বাদল হাওলাদার ও সাধারণ সম্পাদক এম. মনির হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে. এম জাহিদুল ইসলাম শুভ, উপপাঠাগার সম্পাদক মো: ওয়াজির মল্লিক, জনপ্রিয় নিউজ পোর্টাল দক্ষিণের বার্তার সম্পাদক তানবির আহম্মেদ অভি, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজ সিকদার, দক্ষিণের বার্তার স্টাফ রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।