সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে র‌্যাব-পুলিশের চেকপোস্ট, তল্লাশি

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

অনলাইন ডেস্ক ; আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-আওয়ামী লীগের মহাসমাবেশের দুই দিন আগে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরণগর ও আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

সরেজমিনে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজার চেকপোস্ট এলাকায় গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এসময় গাড়ির ভিতরে উঠেও জিজ্ঞাবাদসহ সন্দেজনক ব্যক্তি এবং তাদের সাথে থাকা ব্যাগ ও ডাইরী তল্লাশি করছে পুলিশ। তল্লাসী চালানো যানবাহনের মধ্যে ছিল ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল।এসময় পুলিশ যাত্রীদের কাছে তারা কোথা থেকে এসেছেন, কোথায় যেতে যান, তাদের পেশাগত পরিচয়— এমন অনকে কিছু জানতে চায়। অনেকের পরিচয়পত্র যাচাই করে দেখা হয়। এসময় চেকপোস্টে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও মালামাল তল্লাশির কারণে সেখানে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পর পুলিশের চেকপোষ্ট কার্যক্রমে শিথিলতা দেখা দেছে।

আমিবাজার চেকপোস্টে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ পুলিশের আরও কয়েকজন কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা যায়।

তল্লাশীর বিষয়ে জানতে চাইলে আমিনবাজার চেকপোস্টে থাকা ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, আগামী ২৮ তারিখে যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ আছে, সেহেতু কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোন নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। এটা চলমান থাকবে। তবে চেকপোস্ট থেকে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর এলাকায় সকাল থেকেই ঢাকা জেলা ট্রাফিক পুলিশের সমন্বয়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালিয়েছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় চেকপোস্টে যানবাহনের ফিটনেস, বৈধ লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের জিজ্ঞেসাবাদ করা হয়।

তল্লাশি কার্যক্রমের বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার (এএসপি) সাজ্জাদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। যানবাহনের ফিটনেস, লাইসেন্স ও মোটরসাইকেল আরোহীদের হেলমেট যাদের নেই তাদের জিজ্ঞেসাবাদ করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানে আমাদেরকে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের তিনজন সার্জেন্ট সদস্য সহয়তা করছেন।

প্রসঙ্গত, আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে এর আগে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে র‌্যাব।