হালুয়াঘাটে দূর্ঘটনায় কবলিত বালু ভর্তি লড়িতে মিলল ভারতীয় চিনি

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে দূর্ঘটনায় কবলিত বালু ভর্তি লড়িতে মিলেছে ৫১ বস্তা ভারতীয় চিনি। এ ঘটনায় লড়িসহ ৫১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছেন হালুয়াঘাট থানা পুলিশ।

শনিবার (৫ আগষ্ট) সকালে উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার তেরিবাজার এলাকার ব্যবসায়ী রাজনের নিকট থেকে জামালপুর জেলার বারুয়ামারী এলাকার ব্যবসায়ী মোস্তফা চিনিগুলি ক্রয় করেন। পরে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ থেকে ৫১ বস্তা ভারতীয় চিনি সরকারী শুল্ক ফাঁকি দিয়ে কালোবাজারিতে অভিনব কায়দায় জামালপুর জেলার বারুয়ামারীর মোস্তফার নিকট পাচারের সময় ঔটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় কবলিত হয়। পরে স্থানীয়রা লড়িটি উদ্ধারের সময় বালির নিচে চিনির বস্তা দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক সাইদুজ্জামান সঙ্গীয় অফিসারদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে লড়িসহ ৫১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেন। এ সময় লড়ি চালক জামালপুর জেলার সদর থানার লক্ষীরচর গ্রামের আমির উদ্দিনের পুত্র শামীম পালিয়ে যায়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় বলেন, দূর্ঘটনায় কবলিত বালু ভর্তি লড়িতে চিনি পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে ৫১ বস্তা ভারতীয় চিনিসহ লড়িটিকে উদ্বার করা হয়। উদ্বারকৃত চিনির আনুমানিক মূল্য ২ লক্ষ ৫৫ হাজার টাকা। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। চিনিগুলি প্রথমে লড়ীতে রেখে তারপর উপরে বালি দিয়ে বিশেষ কায়দায় পাচার করা হচ্ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শামীমসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানান।