বেগমগঞ্জে শিক্ষক দম্পত্তিকে পিটিয়ে জখম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউপির বানা বাড়িয়া গ্রামের এক শিক্ষক দম্পত্তিকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩ জুন) বিকেলের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বানা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক দম্পত্তি জানান, শিক্ষক রোজিনা আক্তারকে পিটিয়ে গুরুত্বর জখম করে তার ভাতিজা মেহেদী হাসান। এ সময় বখাটে যুবক তার গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে তাকে শ্লীতাহানির চেষ্টা করে , ইটের আঘাতে ও কামড় দিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা রক্তাক্ত জখম করে । এক পর্যায়ে তার আত্মচিৎকারে তার স্বামী শিক্ষক আজিজুর রহমান এগিয়ে আসলে তাকেও বেদম মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে দুইজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ভিকটিম রোজিনা আক্তার বাদী হয়ে মেহেদী হাসান, সামছুদ্দিন প্রকাশ জাফর ও নাছিমা বেগম সহ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই সাহেদ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা ফেলেও রহস্যজনক ভাবে আসামিদের গ্রেফতার করেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। রাজগঞ্জ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটে যুবক মেহেদী হাসান একজন সন্ত্রাসী, চোর ও নেশাগ্রস্থ হন। সে শিক্ষক দম্পত্তিকে মারধর, নির্যাতন করে দুইজনকে হত্যার হুমকি দেয়। তাকে তার পরিবারের লোক উষ্কানি দিয়ে এ সকল ঘটনা ঘটাচ্ছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অভিযুক্ত যুবক ভারসাম্যহীন মানসিক রোগী। তবে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: বেগমগঞ্জে ইউএনওর অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল বেগমগঞ্জে ব্যবসায়ী খুন বেগমগঞ্জে এবার মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলৎকার, আটক ২ বেগমগঞ্জে আ. লীগ সভাপতি গুলিবিদ্ধ বেগমগঞ্জে নৌকা মার্কার সমর্থককে কুপিয়ে হত্যা বেগমগঞ্জে ৩০ দোকান পুড়ে ছাই নদীর মোহনা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬ বান্দরবানে নিরক্ষর ব্যক্তিদের অক্ষরজ্ঞান প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হাতিয়ায় ইটভাঁটাকে ৫০ হাজার টাকা জরিমানা ট্রাকচাপায় সিএনজিচালকসহ নিহত ৪ কুমিল্লায় মোটরসাইকেলসহ দুই তরুনের লাশ উদ্ধার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: পিটিয়ে জখমবেগমগঞ্জেশিক্ষক দম্পত্তিকে