নদীর মোহনা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নদীর মোহনা থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৌর শহরের দেবগ্রাম রেলওয়ে ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে আখাউড়া বেঙ্গল থানা পুলিশ।

পুলিশ জানায়, আখাউড়া পৌর শহরের দেবগ্রাম রেলব্রিজ এলাকায় হাওড়া নদী ও তিতাস নদীর মোহনায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামীর ধারণা, রেল ব্রিজ পার হতে গিয়ে নদীতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। লুঙ্গি পরিহিত নিহত ব্যক্তির গায়ে কোন আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, ‘লাশের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’