ধনবাড়ীতে ৭ দোকানে আগুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকান পুড়ে গেছে। রোববার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার ধোপাখালীর ভাইঘাট বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনা ঘটে। সোমবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমনসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানি ছানোয়ার হোসেন, মানিক পাল, পরেশ রাজভর ও আশিকুর রহমান জানান, রোববার রাতে ফজর আলীর পেট্রোল বিক্রির দোকানে মোমবাতির আগুন থেকে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। আমরা অনেকে চড়া সুদে বিভিন্ন এনজিও’র কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেছে। এখন আমরা পথে বসে গেছি। আমরা সরকারি সহযোগীতা চাই। তারা আরও বলেন, ফজর আলী তার চায়ের দোকানে অবৈধ ভাবে পেট্রোল বিক্রি করে আসছিলো। অগ্নিকাণ্ডের পর থেকেই ফজর আলী পালাতক রয়েছে। স্থানীয় ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন জানান, হঠাৎ করেই এ ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ব্যবসায়ীরা এখন পথের ভিখারী হয়ে গেছে। তাদেরকে সরকারি সহযোগীতা দেয়া প্রয়োজন। তা না হলে এই পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারবে না। তাই আমি স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগীতা করার অনুরোধ জানাচ্ছি। ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খাদেমুজ্জামান জানান, মোমবাতির আগুন থেকে পেট্রোলে আগুন লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সাতটি দোকানে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। Share this:FacebookX Related posts: ইউনাইটেড হাসপাতালে আগুন টঙ্গীর মরকুনে বসত বাড়িতে আগুন ধনবাড়ীতে মেয়রপ্রার্থীর কর্মিসভা নারায়ণগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ঢাকা মেডিকেলে আগুন তুরাগে প্লাষ্টিক কারখানায় আগুন বিদ্যুতের তার ছিঁড়ে আগুন, পুড়ে গেল ১০ দোকান আশুলিয়ায় শ্রমিক কলোনীতে আগুন, পুড়ে গেল ১৫ ঘর রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরীতে আগুন বাংলাদেশ ও ভারতের ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান আমের ট্রাকে ফেনসিডিল, তিন বিক্রেতা গ্রেপ্তার সাভারে গাড়ি চালক ও শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আগুনদোকানেধনবাড়ীতে