টঙ্গীর মরকুনে বসত বাড়িতে আগুন

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে একটি বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বাড়িটির ৩০টি কক্ষের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় দিকে মরকুন পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তিনটি বাড়ির মালিক জলিল, আহিদ, সিদ্দিক। জলিলের বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।