রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরীতে আগুন

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় সানমুন নামক কয়েল ফ্যাক্টরীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ সংবাদ লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি বলেন, কয়েল ফ্যাক্টরীতে আগুনের খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছি। ফ্যাক্টরীর ভীতরে থাকা কয়েল হিট দেয়ার রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে।