তুরাগে প্লাষ্টিক কারখানায় আগুন

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগে মা প্লাষ্টিক এন্ড এক্সেসরিজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উত্তরার সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মুনিরুজ্জামান অবজারভারকে বলেন, শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে প্লাষ্টিক ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের উত্তরার ৩টি ও টঙ্গীর একটিসহ মোট ৪টি ইউনিট ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এসব প্লাষ্টিক ফ্যাক্টরি অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষে থেকে কোন অনুমতি দেওয়া হয়নি। এই মুহূর্তে আগুনের সূত্রপাত সম্পর্কে বলা সম্ভব না। তবে আনুমানিক দুই লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।