আশুলিয়ায় শ্রমিক কলোনীতে আগুন, পুড়ে গেল ১৫ ঘর

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

অনলাইন ডেস্ক ; সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনায় পনেরটি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার দুপুরে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকার হারুন অর রশিদের মালিকানাধীণ শ্রমিক কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে টিনশেড শ্রমিক কলোনীর ১১টি কক্ষ ও ৪টি বড় ঘর পুড়ে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিকে আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনীর মালিক হারুন অর রশিদ।