গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৩

অনলাইন ডেস্ক ; গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে ওই কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি জাবেদ মাসুদ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষন করে শিক্ষক গোলাম মোস্তফা। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর মা সোমবার শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করেইতোপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ থাকলেও বিভিন্ন কারণে কেউ থানায় অভিযোগ করেনি।

এদিকে, শিক্ষকের বিচারের দাবীতে মঙ্গলবার শিক্ষার্থীদের একটি মানববন্ধন হবে বলে জানাগেছে।