খরস্রোতা ধলাই নদী এখন সরু খাল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : এক সময়ের বৃহত্তর সিলেটের শস্যভান্ডার খ্যাত মৌলভীবাজার কমলগঞ্জের দু:খ খরস্রোতা ধলাই নদী নাব্যতা হারিয়ে চর জেগে ওঠায় এখন অস্তিত্ব সংকটে পড়েছে। ধলাই নদীর দুই তীর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়ী বাঁধ নির্মাণ করা আছে। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়ে এটি দীর্ঘ ৫৭ কিলোমিটার এলাকা দিয়ে কমলগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে মনু নদী পতিত । এক সময় এ নদীই ছিল কমলগঞ্জ উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানে এই ধলাই নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। নদীতে অনেক মাছ পাওয়া যায়। বিভিন্ন স্থানে জেগে উঠেছে বালুচর। নদীর পানি ধারণ করার ক্ষমতা কমে গেছে আশঙ্কাজনক হারে। ফলে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি উপচে নদীর দুই পাড়ে অকাল বন্যা দেখা দেয়। তলিয়ে যায় তীরবর্তী ফসলি জমি ও লোকালয়। ধলাই নদী দেশের উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারতের একটি আন্তসীমান্ত নদী। ধলাই নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকের পাহাড়ে উৎপত্তি লাভ করেছে। সেখান থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রায় ৬৬ দশমিক ৭৭ কিলোমিটার পথ অতিক্রম করে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন দিয়ে বাংলাদেশের ঢুকেছে ধলাই নদী। সীমান্তের ওপারে ধলাই নদীর দৈর্ঘ্য প্রায় ৬৪০ কিলোমিটার। আর বাংলাদেশের ভেতরে ৫৭ কিলোমিটার। নদীটি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর,মাধবপুর,আদমপুর,কমলগঞ্জ সদর, কমলগঞ্জ পৌরসভা, মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে জেলা সদরের মনু নদীতে মিলেছে। দীর্ঘদিনের নদী খননের দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালে দেশের ৬৪টি জেলার খাল, জলাশয় ও নদী পুণ:খনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় ৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ধলাই নদীর ২২টি স্থান চিহ্নিত করে চর অপসারণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নদীপাড়ের বাসিন্দারা জানান, নদীর অপরিকল্পিত খননের ফলেই প্রতিবছর পলি জমে তলদেশ ভরাট হওয়ায় বর্ষাকালে নদীর পানি উপচে বন্যার সম্ভাবনা রয়েছে। এই নদীর ওপর নির্ভর করে কৃষকেরা চাষবাদ করে থাকেন। কিন্তু নদী ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে তা মরা খালে পরিণত হয়। সম্প্রতি সরেজমিন ধলাই নদের আদমপুর, ইসলামপুর, মাধবপুর, কমলগঞ্জ পৌরসভা, রহিমপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, এক সময়ের খরস্রোতা ধলাই নদী এখন সরু খালে পরিণত হয়েছে। নদীতে সামান্য পানি থাকলেও নাব্য সংকটে থেমে গেছে পানির প্রবাহ। বিশেষ করে নদীর ২০/২৫টি স্থানে চর জেগে উঠেছে। এর ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক বৈচিত্র্য। নদীতে চর জাগায় সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। কমলগঞ্জের লেখক, গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ অবস্থা। ধলাই নদী আসলে আমাদের উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি ধলাই নদটির খননের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলার আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা গ্রামের কৃষক সুবিমল সিংহ ও বলেন,‘ধলাই নদের নাব্যতা কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে গেছে। চারদিকে শুধু চর আর চর। নদীর তীরবর্তী হওয়ায় আমাদের কয়েক হাজার একর জমিতে বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। ধলাই নদীর তীরবর্তী করিমপুর গ্রামের কৃষক রহিম মিয়া জানান, ২০-২৫ বছর ধরে নদীর পানি শুকিয়ে যাচ্ছে। তাদের এলাকায় শুষ্ক মৌসুমে পানিশূন্য থাকে। বর্ষা মৌসুমে পাড় ভেঙে পানি চলে আসে তাদের ফসলি জমিতে। নদী তীরবর্তী বাসিন্দা আরজদ মিয়া জানান, নদীর গভীরতা অর্ধেকে নেমে এসেছে। শুষ্ক মৌসুমে পানি সংকট আর বর্ষা মৌসুমে অতি বন্যা হলো এখন নদীর বৈশিষ্ট্য। শিমুলতলা গ্রামের সুভাস সিংহ জানান, ধলাই নদীকে শুধু বর্ষা মৌসুমে চেনা যায়, এখন শুধু চর আর চর। আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, ধলাই নদীর ওপর নির্ভর করে আমাদের এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে চাষবাদ করে আসছেন। কিন্তু নদী ভরাট হওয়ার কারণে শুষ্ক মৌসুমে পানি না থাকায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে। তাই জেগে ওঠা চরগুলো দ্রুত খনন করার দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, বর্তমানে ধলাই নদীর চর অপসারণের কোনো সুযোগ নেই। তবে ধলাই নদীর চর অপসারণ ও বাঁধ মেরামতের জন্য বড় একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রকল্পটি যাচাই বাছাই শেষে প্রকল্প অনুমোদন দেবে। তখন সব সমস্যার সমাধান হবে। Share this:FacebookX Related posts: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে তাহিরপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত জামালগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত টাঙ্গুয়ায় দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ তাহিরপুরে নিম্ন আয়ের ১১ শত পরিবারে খাদ্য সহয়তা মাটিয়ান হাওরে কৃষকের পাকা ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ জগন্নাথপুরে হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার শ্রীমঙ্গলে ভেজালকারীকে কারাদন্ড ও জরিমানা, মিল সিলগালা ধর্মপাশা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা জগন্নাথপুরে আগুনে পুড়ে ছাই শুটকির গুদাম, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশির লাশ ফেরতের দাবিতে বিক্ষোভ মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত অধ্যাপকের মৃত্যু চুনারুঘাটে নারীকে বেত্রাঘাত : চার মাতব্বর গ্রেপ্তার SHARES Matched Content দেশের খবর বিষয়: এখন সরু খালখরস্রোতাধলাই নদী