জামালগঞ্জে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

সুনামগঞ্জ সংবাদদাতা : দৈনিক যুগান্তরের ২১ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল সুধী সমাবেশ এবং কেক কাটার মধ্য দিয়ে। রবিবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। স্বজন উপদেষ্টা যুগান্তরের জামালগঞ্জ প্রতিনিধি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল।

স্বজন সদস্য সচিব মো. বায়েজিদ বিন ওয়াহিদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, বীনা রানী তালুকদার, থানার ওসি মো. সাইফুল আলম,উপজেলা কৃষি অফিসার আজিজল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীর,সহকারি শিক্ষা অফিসার (এটিও) গোলাম রাব্বী জাহান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,স্বজন সমাবেশ’র প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এম নবী হোসেন, ইউপি চেয়ারম্যান রজব আলী, প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ,সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ,তৌহিদ চৌধুরী প্রদীপ,স্বজন উপদেষ্টা সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।

best online newspaper
সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে ঐক্য ন্যাপ প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহা. আবদুল মোনায়েম নেহেরু,সাংবাদিক শাহীন আলম,বাদল কৃষ্ণ দাস,আব্দুল্লাহ আল মামুন,স্বজন মো.তানভীর,আবু সুফিয়ান, মো. দুলাল মিয়া,তাহিরপুর স্বজন মুজিবুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান আলীম উদ্দিন,আজিজুল ইসলাম,উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ফারুক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. আবদুল আহাদ , গীতা পাঠ করেন শ্রী মানবেন্দ্র সরকার।সমাবেশ শেষান্তে অতিথিগণকে সাথে নিয়ে প্রধান অতিথি ইউএনও প্রিয়াংকা পাল দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা বের করেন।

সমাবেশ ও আনন্দ শোভাযাত্রায় উপজেলার সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক ,জনপ্রতিনিধি,সাংবাদিক, যুগান্তর স্বজন সহ সকল শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।