ধর্মপাশা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

চয়ন কান্তি দাস, ধর্মপাশা প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টা উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিম সুপার সুজন চন্দ্র সরকার, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান, ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতিন্দ্র চন্দ্র সরকার, মধ্যনগর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, মহামায়া সংঘের সভাপতি সুভাস চন্দ্র সরকার প্রমুখ।