রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এমন প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাঙ্গামাটির চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মী তাওহীদ হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা বারের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদসহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ, লিগ্যাল এইডের সেবা গ্রহীতারা। বক্তারা বলেন, অসহায়, দুঃস্থ মানুষের আইনি সহায়তা পেতে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি লিগ্যাল এইড। যার মধ্য দিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীংমাসা করায় আদালতের মামলা জটের চাপ কমছে অন্যদিকে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে। জেলা লিগ্যাল এইড কমিটি জানায়, জেলায় এক হাজার ৩৭৮টি আপোষে বিরোধ মীমাংসার আবেদনের মধ্যে এক হাজার ৩১৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আপোষে বিরোধ মীমাংসার মাধ্যমে এক কোটি ৩৯ লক্ষ ৩১ হাজার ২৯৪ টাকা আদায় করা হয়েছে। এছাড়া গত এক বছরে জেলায় প্রথমবারেই কোনো এনজিও’র প্রকল্প ছাড়া ১০টি উপজেলায় ৩০টি ইউনিয়নে কাজ করছে। Share this:FacebookX Related posts: রাঙ্গামাটিতে দোল উৎসব উদযাপিত রাঙ্গামাটিতে স্থাপন করা হয়েছে হ্যান্ড ওয়াশ বেসিন রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত রাঙ্গামাটিতে ৬’শ জনের মাঝে ভাতা প্রদান রাঙ্গামাটিতে সেনাটহলের ওপর সন্ত্রাসীদের গুলি ২ সন্ত্রাসী নিহত রাঙ্গামাটিতে ৪১ মিটার দীর্ঘ নান্দনিক সেতুর উদ্বোধন সোনাইমুড়ীতে শিক্ষার্থীর লাশ উদ্ধার নোয়াখালীতে নিহত যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ রামু সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি টেকনাফে যাত্রীবাহী স্পিডবোট উল্টে বৃদ্ধা নিহত, শিশু নিখোঁজ বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত ১ মেয়র কাদের মির্জাকে গ্রেফতারে দুই বোনের থানাও ঘেরাও SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: জাতীয় আইনগতপালিতরাঙ্গামাটিতেসহায়তা দিবস