বেলকুচিতে নতুন কারিকুলামে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

অনলাইন ডেস্ক : সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন কারিকুলামে বিষয়ভিত্তিক (বাংলা) প্রশিক্ষণ শুরু হয়েছে। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলা রিসোর্স সেন্টারে ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।
এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন শিক্ষক বাতায়ন, এটুআই কর্তৃক সিরাজগঞ্জ জেলা ICT4E এম্বাসেডর ও সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মাস্টার ট্রেইনার বাংলা) মো. রুবেল হোসাইন এবং আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (মাস্টার ট্রেইনার বাংলা) বিচিত্রা রায়।

প্রশিক্ষণার্থী হিসেবে রয়েছেন বাংলা বিষয়ে পাঠদান করা ৩০টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক।

চমৎকার কারুকার্যময় উপকরণ ও শ্রেণিকক্ষে খেলার ছলে শিখন শেখানোর সমন্বয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা নতুন কারিকুলামের যে উদ্দেশ্য তাতে সফলতা আসবে এমনটাই প্রত্যাশা।