আত্রাইয়ে ভিজিডির চালসহ ব্যাবসায়ী আটক

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁর আত্রাইয়ে ১৪ বস্তা ভিজিডির চাল সহ রিগান সরদার(৩০) নামে ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ঘটনাটি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়ায় ঘটেছে। এ রিপোট লিখা পর্যন্ত ট্যাগ অফিসার মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছিলো।

জানাগেছে, ঐ ইউনিয়নে চাল বিতরণ শেষ করে ট্যাগ অফিসার এবং আনছার সদস্যরা আত্রাই আসার সময় বান্দাইখাড়া বাজারে চাল ব্যাবসায়ী রিগানের দোকানে বিতরণকৃত চাল দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে খবরদিলে তিনি ৩০ কেজির ১৪ বস্তা চাল জব্দ করে ব্যাবসায়ীকে আটক করেন। আটককৃত রিগান বান্দাইখাড়া মাস্টারপাড়ার নুরুল সরদারের ছেলে।

আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, ৩০ কেজির ১৪ বস্তা চাল সহ রিগানকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল বুধবার তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে।