বেলকুচিতে কর্মহীনদের পাশে যুবলীগ নেতা সজীব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ অনলাইন ডেস্ক : মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মানুষের উপার্জন ও খাদ্য নিরাপত্তা সংকটে ভুগছে। এ সময় কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কামরুল ইসলাম সজীব। শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের ৬০ জন কর্মহীন পরিবারের মঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা কামরুল ইসলাম সজীব। বিতরণকৃত খাদ্য খাদ্যদ্রব্যর মধ্যে রয়েছে ১৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ টি জিবাণু নাশক সাবান, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম গুড়া সাবান এবং নগদ দুইশত করে টাকা। এ সময় কামরুল ইসলাম সজীব প্রতিবেদককে জানান, মানুষ মানুষের জন্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন, আওয়ামীলীগ মানুষের জন্য রাজনীতি করে, মানুষের দুঃখে পাশে থাকে। এ লক্ষ্যেই আমার জন্মস্থানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মনে করেছি। এ কারনেই আমার সাধ্য অনুযায়ী গ্রামের মানুষদের জন্য পাশে দাঁড়িয়েছি ও সবসময় আমি তাদের পাশেই আছি এবং থাকবো। তিনি আরও বলেন, মরণব্যাদি করোনাকে রুখতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা আমাদের মেনে চলা উচিৎ। এছাড়া স্ব স্ব অবস্থান থেকে সক্ষমতা অনুয়ায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া দরকার। খাদ্যদ্রব্য বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম, বড়ধূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি শাহিন আহম্মেদ, ইউপি সদস্য করিম মোল্লাসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পিটু, সম্পাদক রব বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চাল মজুদের দায়ে আটক-৭ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: কর্মহীনদের পাশে ‘বেলকুচিতেযুবলীগ নেতাসজীব