চীনের সর্বোচ্চ প্রাদেশিক সরকারী বৃত্তি লাভ করলো রাণীনগরের মেধাবী শিক্ষার্থী তারিকুল ইসলাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: ভাল একাডেমিক ফলাফল এবং বিশ্ববিদ্যালয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকান্ডে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরুপ চীন দেশের হুনান প্রদেশের সর্বোচ্চ প্রাদেশিক সরকারী বৃত্তি লাভ করেছে নওগাঁর রাণীনগর উপজেলার বেলোবাড়ি গ্রামের সন্তান মেধাবী শিক্ষার্থী এসএম তারিকুল ইসলাম। মেধাবী তারিকুল ইসলাম ১৯৯৮সালের ১২এপ্রিল নওগাঁ জেলার রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের বেলোবাড়ি গ্রামে জন্মগ্রহন করে। তার বাবা রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার শিক্ষক মো: বুলেট হোসেন এবং মা মোছা: সুলতানা মোফতারুন বেগম পেশায় শিক্ষক ও গৃহিণী। তারিকুল ইসলাম ২০১৫সালে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭সালে ঢাকার সাভার ল্যাবরেটরী কলেজ থেকে এইচএসসি পাশ করে। সে সাভার ল্যাবরেটরী কলেজে প্রতিবছর ভালো ফলাফলের জন্যও একাধিক সম্মাননা ও পুরস্কার পেয়েছে। পরবর্তিতে তারিকুল ইসলাম স্কলারশীপ নিয়ে চীন দেশের হুনান প্রদেশের চাংশা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করার জন্য চীন দেশে চলে যায়। সম্প্রতি চীন দেশের হুনান প্রদেশের রাজধানী চাংশা শহরে অবস্থিত চাংশা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য স্নাতক সমাবর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেধাবী তারিকুল ইসলাম চাংশা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগে সর্বোচ্চ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ওই বিশ্ববিদ্যালয় ও হুনান প্রদেশ কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ প্রাদেশিক সরকারী বৃত্তি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়টির য়ুনথাং ক্যাম্পাসের আন্তর্জাতিক কলেজে অনুষ্ঠিত বর্ণাঢ্য স্নাতক সমাবর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই বৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আন্তর্জাতিক কলেজের ডিন, ডেপুটি ডিন, পরিচালক, ডেপুটি পরিচালক ও শিক্ষকসহ অন্যরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের উদ্দ্যেশেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা। তারিকুলের অসাধারণ কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ের জন্য বিশ্ববিদ্যালয়টি তাকে বিভিন্ন বিষযে পুরস্কৃত এবং দক্ষিন এশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব দিলেও অবশেষে তাকে ওই প্রদেশের সরকার সর্বোচ্চ প্রাদেশিক সরকারী স্কলারশীপ করেছে। তারিকুল ইসলাম তার এই অসাধারন সাফল্যের মাধ্যমে বিদেশের মাটিতে উজ্জ্বল করেছে লাল সবুজের বাংলাদেশকে। তার এই সাফল্যে দেশ ও জাতি গর্বিত। তার পরিবার-অত্মীয়স্বজনসহ এলাকাবাসী সবাই আনন্দিত ও উদ্বেলিত। তার বাবা-মা, আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভানুধায়ীরা তারিকুলের জন্য আল্লাহর কাছে দীর্ঘায়ু এবং সবার কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন। Share this:FacebookX Related posts: রাণীনগরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান রাণীনগরে শীতার্তদের মাঝে যুবলীগের শীতবস্ত্র বিতরন রাণীনগরে প্রবাসীর উদ্দ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ভালো ফলাফল যেমন জরুরী, ভালো মানুষ হওয়াটা আরও জরুরী-কৃতি শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী ১২বছর দঁড়িতে বাধা রাণীনগরের ভারসাম্যহীন যুবক সুজন রাণীনগরে বিদেশী শীতকালীন সবজি স্কোয়াশচাষ,ফলন ও দামে খুশি চাষী সৌরভ রাণীনগরে ৬ জুয়াড়ির অর্থদণ্ড ডিজিটাল যুগে প্রবেশ করলো নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ রাণীনগরে মাদার কেয়ার স্কুলে ভ্যান গাড়ী হস্তান্তর রাণীনগরে বসন্ত উৎসব উদযাপন রাণীনগরে সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ: চরম দুর্ভোগে পথচারী রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক পুনঃনির্বাচিত SHARES Matched Content দেশের খবর বিষয়: চীনমেধাবী শিক্ষার্থী তারিকুল ইসলামরাণীনগরসরকারী বৃত্তি লাভসর্বোচ্চ প্রাদেশিক